
রবিবার সন্ধ্যায় বজবজ শিয়ালদা শাখার একটি মাল গাড়ি লাইনচ্যুত হয় | নিউ আলিপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়িটি | এরপরই বজবজ শিয়ালদা শাখা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় | যার ফলে নাকাল হতে হয় যাত্রীদের |
প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে | রবিবার ছুটির দিন অফিস বন্ধ থাকলেও স্টেশনে যাত্রী সংখ্যা খুব কম ছিল না | তার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের | সূত্রের খবর, আপ লাইনে ট্রেন চলাচল করছে | ডাউন লাইনে ট্রেন চলাচল করছে | পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়