December 3, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রণবীর নাকি আলিয়া ও রাহাকে ছেড়ে এখন মজেছেন রোবটের প্রেমে

রণবীর নাকি আলিয়া ও রাহাকে ছেড়ে এখন মজেছেন রোবটের প্রেমে! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, সমুদ্র সৈকতে বসে রয়েছেন রণবীর। আর তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে একটা রোবট!

সূত্র বলছে, এটা একটি বিজ্ঞাপনের ছবি। যেখানে AI-এর সঙ্গে দেখা যাবে রণবীরকে। শোনা যাচ্ছে, একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনের জন্য়ই এই শুট করেছেন রণবীর কাপুর।

সম্প্রতি রামচন্দ্রর বেশে দেখা গিয়েছিল তাঁকে। ‘রামায়ণ’-এর সেট থেকে ফাঁস হয়েছে ছবি। তাতে আবার সীতা হিসেবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকেও দেখা গিয়েছে। কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। খালি গায়ে মেরুন-সোনালি পারের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। ‘রামায়ণ’-এর সেটে এভাবে রামচন্দ্র হয়ে উঠেছিলেন রণবীর। তাঁর পাশে সীতা হিসেবে সাই পল্লবীর মুখে ছিল স্মিত হাসি। সেই ছবি এখনও নেটপাড়ায় রাজত্ব করছে। রয়েছে ট্রেন্ডিংয়ের তালিকায়।