
‘রক্ত ও জল কখনও একসঙ্গে বইতে পারে না’, সোমবার স্পষ্ট ভাষায় নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন সিন্ধুর একফোঁটা জল পাবে না পাকিস্তান। শুধু তাই নয়, মোদির আরও বার্তা ‘সন্ত্রাস ও বাণিজ্য’, ‘সন্ত্রাস ও আলোচনা’ কখনও একসঙ্গে চলতে পারে না।
পহেলগাঁয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্য ও দুই দেশের সংঘর্ষবিরতি প্রসঙ্গে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই পাকিস্তান ও সন্ত্রাস কীভাবে সমার্থক শব্দ হয়ে উঠেছে তার ব্যাখ্যা করে কড়া সুরে মোদি বলেন, “সন্ত্রাস ও আলোচনা কখনও একসঙ্গে চলতে পারে না। একইভাবে সন্ত্রাস ও বাণিজ্য এবং রক্ত ও জল একসঙ্গে বইবে না।” পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করেছে সরকার। স্থগিত হয়েছে সিন্ধু জলচুক্তি। বর্তমান সংঘর্ষবিরতিতে পাকিস্তান আশা করছিল ভারতের সঙ্গে আলোচনায় এই স্থগিতাদেশ হয়তো তুলে নেবে মোদি সরকার। তবে ‘রক্ত ও জল একসঙ্গে বইবে না’ বলে যে বার্তা মোদি দিলেন, তাতে স্পষ্ট যে সিন্ধু জলচুক্তি থেকে স্থগিতাদেশ প্রত্যাহারে পুরোপুরি তালা এঁটে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
More Stories
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্
মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট