January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হল দূর্গাচকে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:– এক দিকে গ্রীষ্ম কালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবার অনেক সময় রক্তের সঙ্কটও দেখা যায়। আবারও অন্য দিকে করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতিবছর এই গ্রীষ্ম কালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি রক্তদানের আসর করতো। কিন্তু তা একপ্রকার করোনার আতঙ্কের জেরে বন্ধ। তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্ন ভাবে প্রচারও যেমন করা হচ্ছে। আবার কখনও জেলার পুলিশ সুপার কিংবা জেলা শাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও দূর্গাচক থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়ে ছিল রক্তদানের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া সিআই বিচিত্র ফিকাহ রায়। তবে এ দিন আয়োজিত শিবিরে রক্তদান করে স্থানীয় থানার ওসি জানান, “রক্তের সঙ্কট এখন চলছে। তার ওপর এখন করোনার আতঙ্ক। তাই সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে। এদিন সরকারী নিয়ম মোতাবেক ৪০ জন রক্তদান করেন।”