বৃহস্পতিবার রাজ্য বাজেটের ঠিক আগের দিনই রাজ্যের ছাত্র যুব সমাজের জন্য বড় ঘোষণার মমতার। এবার থেকে ‘যোগ্যশ্রী’ প্রকল্পের আওতাভুক্ত সাধারণ (জেনারেল) ছাত্রছাত্রীরা। হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভামঞ্চ থেকে বুধবার বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, আরও ৫০টি যোগ্যশ্রী সেন্টার খোলার নির্দেশ দেন মুখ্য সচিবকে |
চলতি বছরেই যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্প উদ্বোধনের সময় মমতা বলেন, “একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। এর নাম দিলাম ‘যোগ্যশ্রী’। আগেও করেছি, ২ হাজার ২৫৪ জন ট্রেনিং নিয়ে কোর্সে সুযোগ পেয়েছে। জেলায়-জেলায় পঞ্চাশ সেন্টার চালু হয়েছে। চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ৪৬ সেন্টার করা হচ্ছে।”

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা