December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মৎস্য শিকার করে ফেরার পথে দুর্ঘটনা, নিখোঁজ ট্রলারের মাঝি

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনার পৃথ্বীরাজ পড়্যার মা মহামায়া ট্রলার গভীর সমুদ্রে মৎস্য শিকারের চার দিন পর গতকাল মঙ্গলবার রাতে ফিরে আসার সময় দীঘা মোহনার কাছে থাকা গ্রোয়িং বাধেঁর কাছে সজোরে ধাক্কা দিয়ে পাশে থাকা সিগন্যাল টাওয়ার ভেঙে উল্টে যায়। ট্রলারে থাকা ৯ মৎস্য জীবীদের মধ্যে ৮ জন পাড়ে সাঁতার কেটে উঠে আসেন কিন্তু ট্রলারের মাঝি খেজুরি থানার বজবজিয়া গ্রামের বাসিন্দা গৌরহরি ঋষি (৫২) নিখোঁজ হন।

বহু রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ও কোনো খোঁজ পাওয়া যায়নি, বুধবার সকালে শঙ্করপুর মৎস্য বন্দর লাগোয়া খালের ধারে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে মান্দার মনি থানার পুলিশ। তবে ডুবে যাওয়া ট্রলার টি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। স্থানীয় মৎস্য জীবীরা ক্ষোভের মুখে জানান দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার জন্য বারবার এমন দূর্ঘটনা ঘটছে। ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।