
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট প্রস্তাব পাশ হয়ে গেল লোকসভায়। মোট ৩৫টি সংশোধনী-সহ পাশ সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছে বাজেট প্রস্তাব। বাদ দেওয়া হয়েছে নির্মলা সীতারমণের ডিজিটাল কর। গুগল ও মেটার মতো সংস্থার অনলাইন বিজ্ঞাপন পরিষেবায় যে ৬ শতাংশ কর নেওয়া হত তা তুলে নেওয়ার প্রস্তাব গ্রহণ করতে চলেছে মোদি সরকার।
গত ১ এপ্রিল নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন তাতে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব এসেছিল। সেগুলির মধ্যে ৩৫টি গৃহীত হয়েছে। সেই সংশোধনী-সহ অর্থবিল হিসাবে বাজেটটি লোকসভায় পাশ হল। এর পর বাজেট রাজ্যসভায় পাশ হলেই বাজেট অধিবেশন শেষ হয়ে যাব। বাজেটে ৫০.৬৫ লক্ষ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, যা চলতি অর্থবর্ষের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। অর্থ বিলে যে সংশোধনীগুলির প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ডিজিটাল ট্যাক্স।
More Stories
জিওর নোয়া বাজেট পেশ
মুকুটে আরও একটি উজ্জ্বল রত্ন যোগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স
জিওর নয়া সংযোজন