দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছিল বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকায়। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। আর এই অভিযানে নেমেই দুবরাজপুর থানার পাকুড়িয়া গ্রামের দুই দুষ্কৃতী মহম্মদ সাইন আলম ও সেখ আবুল হোসেন এবং চাপলা গ্রামের অভিজিত রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার পর ১৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আজ তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে জানান, দুবরাজপুর থানার পুলিশ রেড করে পাকুড়িয়া গ্রামের মহম্মদ সাইন আলম ও সেখ আবুল হোসেন এবং চাপলা গ্রামের অভিজিত রায়কে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছে ১৪ টি মোটর সাইকেল উদ্ধার করে। তাঁদের বিরূদ্ধে 379, 411, 413, 414, 120B, 34 IPC কেসে মামলা রুজু করা হয় এবং তাঁদেরকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁদের বেল পিটিশন খারিজ করেন। সেই সঙ্গে পুলিশের প্রেয়ার মোতাবেক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি