December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মোহনবাগানের ক্লাবের সাফল্য পাওয়ার মূলে সভাপতি টুটু বোস,জানালেন দেবাশিস দত্ত

অবশেষে ফুটবলারদের যাবতীয় বকেয়া মিটিয়ে দিল মোহনবাগান। এ বিষয়ে মোহনবাগানকে কিছুদিন আগে ফেডারেশন জানিয়ে ছিল, কিছু ফুটবলার-সহ প্রাক্তন কোচ খালিদ জামিলের বকেয়া মিটিয়ে দিতে হবে।

আর সেই মতো শুক্রবার সল্টলেক সংলগ্ন মাঠে প্যাকটিসের পর অর্থসচিব দেবাশিস দত্ত জানিয়ে দিলেন, “ক্লাবের কাছে কারও কোনও বকেয়া রইল না। এমন কী ফুটবলারদের টাকাও আমরা মিটিয়ে দিয়েছি। রাজু গায়কোয়াড়ও কিছু টাকা পেত। তাও আমরা মিটিয়ে দিলাম। আসলে মোহনবাগানে আজ যে ‘ফিল গুড’ পরিবেশ তৈরি হয়েছে তার পিছনে যদি ম্যানেজমেন্টের কোনও কৃতিত্ব থাকে তাহলে তার জন্য একজনের নাম আসবে। তিনি আর কেউ নন, টুটু বোস।”