September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মেয়ের সঙ্গে ছুটিতে সময় কাটাচ্ছেন বিপাশা

গত ১২ ই নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু | সেদিনই প্রকাশ্যে নিজের মেয়ের নাম সামনে এনেছিলেন তিনি | আর এবার অনুরাগীদের সঙ্গে মেয়ের এক ঝলক ভাগ করে নিলেন বিপাশা ও কারণ | বিপাশা জানিয়েছেন মেয়ে দেবীকে নিয়ে দিব্যি সময় কাটছে তার |

প্রসঙ্গত আপাতত সিনেমা থেকে দূরে রয়েছেন বিপাশা । তাই সারাটা দিনই মেয়েকে নিয়ে সময় কাটছে তার | বুধবার বিকেলে মেয়ে দেবীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন বিপাশা | সেই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “এভাবেই সুন্দর দিন কাটছে” | ছবিতে দেখা গিয়েছে বিপাশা তার মেয়েকে স্তন্যপান করাচ্ছেন |