December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মেট্রো স্মার্ট কার্ড নিয়ে নয়া সিদ্ধান্ত

মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে নয়া নিয়ম এতদিন নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে দিতে হতো ১২০ টাকা | এমনিতে কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা | আর বাকি অর্থের সঙ্গে মেট্রো তরফের দেওয়া ১০% ব্যবহার করা যেত ভাড়া হিসাবে ।

কিন্তু এবার নতুন নিয়ম অনুযায়ী কার্ড কার্ড পেতে হলে আপনাকে দিতে হবে ১৫০ টাকা | অর্থাৎ ৩০ টাকা বেশি দিতে হবে | দেখা যায় অনেক সময় কুড়ি টাকা খুচরা দিতে মেট্রো এবং যাত্রী দুই তরফেরই সমস্যা হয় | সেই কারণে কুড়ি টাকা যেমন যাত্রীদের দিতে অসুবিধা হয় তেমনি খুচরো ফেরত দিতে সমস্যা হওয়ার কারণে পয়লা জুন থেকে 150 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এতে যাত্রীদের কোন লোকসান হবে না | আগে তারা অর্থ লাভ করতেন সেটাই পাবেন | মানে ১৫০ টাকা থেকে ৮০ টাকা কাটা হবে কার্ডের জন্য এবং বাকি অর্থ ও দশ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যাত্রী । অর্থাৎ মেট্রো যাত্রার জন্য অতিরিক্ত টাকা থেকে যাবে যাত্রীর স্মার্ট কার্ডে |