মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে নয়া নিয়ম এতদিন নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে দিতে হতো ১২০ টাকা | এমনিতে কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা | আর বাকি অর্থের সঙ্গে মেট্রো তরফের দেওয়া ১০% ব্যবহার করা যেত ভাড়া হিসাবে ।
কিন্তু এবার নতুন নিয়ম অনুযায়ী কার্ড কার্ড পেতে হলে আপনাকে দিতে হবে ১৫০ টাকা | অর্থাৎ ৩০ টাকা বেশি দিতে হবে | দেখা যায় অনেক সময় কুড়ি টাকা খুচরা দিতে মেট্রো এবং যাত্রী দুই তরফেরই সমস্যা হয় | সেই কারণে কুড়ি টাকা যেমন যাত্রীদের দিতে অসুবিধা হয় তেমনি খুচরো ফেরত দিতে সমস্যা হওয়ার কারণে পয়লা জুন থেকে 150 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এতে যাত্রীদের কোন লোকসান হবে না | আগে তারা অর্থ লাভ করতেন সেটাই পাবেন | মানে ১৫০ টাকা থেকে ৮০ টাকা কাটা হবে কার্ডের জন্য এবং বাকি অর্থ ও দশ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যাত্রী । অর্থাৎ মেট্রো যাত্রার জন্য অতিরিক্ত টাকা থেকে যাবে যাত্রীর স্মার্ট কার্ডে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী