মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ১১ তারিখ অর্থাৎ সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। শুধু সংখ্যা নয়, বাড়ছে মেট্রো পরিষেবার সময়ও। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোন কোন রুটে বাড়তে চলেছে পরিষেবা?
গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেকে দু’টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এবার থেকে আপ ও ডাউন মিলিয়ে মোট ১০৮টি মেট্রো চলবে। আগে চলত মোট ১০৬টি মেট্রো। ১১ তারিখ থেকে পরিষেবা সকাল ৬টা ৫৫মিনিটের পরিবর্তে শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিট থেকে। শিয়ালদহ থেকে সল্টলেকের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৩৫ মিনিটে। যা আগে ছাড়ত ৬টা ৫৫ মিনিটে। একইভাবে সল্টলেক থেকে শিয়ালদহের দিকের প্রথম মেট্রো ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা ৪০ মিনিটে। রাতের শেষ মেট্রোর কোনও বদল করা হয়নি। আগের নিয়ম মেনেই রবিবারে এই পরিষেবা বন্ধ থাকবে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী