মৃতদেহ সৎকার করা কে নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি ধুপগুড়ি পুর মহাশ্মশানে।মৃতদেহ নিয়ে রাজনীতি না করার অনুরোধ ভাইস চেয়ারম্যানের। মঙ্গলবার ১১ টা নাগাদ ধুপগুড়ি পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার এক বৃদ্ধার মৃত্যু হয়।বৃদ্ধার পরিবারের সদস্যরা ভিন এলাকায় থাকার জন্য মৃতদেহ দাহ করতে সমস্যার সৃষ্টি হয়। ঘটনার কথা জানতে পেরে ধুপগুড়ি পুরসভার শববাহী গাড়ি পাঠিয়ে দেহ সৎকারের ব্যবস্থা করা হয়।কিন্তু পুরসভার কর্মীরা পিপিই কিট পড়ে দেহ সৎকারের জন্য ধুপগুড়ি মহাশ্মশানে নিয়ে আসলে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।পুর মহাশ্মশান সংলগ্ন এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় করোনা আক্রান্ত ব্যক্তিকে এখানে দাহ করার ব্যবস্থা করা হচ্ছে।তারা পিপিই কীট পরিহিত কর্মীদের দ্বারা দেহ সৎকার দেখেই সন্দেহ দানা বাঁধে। মুহূর্তে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ প্রশাসনের তরফে এলাকার বাসিন্দাদের জানানো হয় সেই বৃদ্ধা করোনা পজিটিভ নয়।এর পরেই দেহ সৎকার করার ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে ধুপগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যানের রাজেশ কুমার সিং জানায় খুবই দুঃখজনক ঘটনা।করোনা মহামারী পরিস্থিতিতে যেখানে মানুষের সমস্ত কিছুতেই এগিয়ে আসার কথা সেখানে মানুষ কোন কিছু না বুঝেশুনে কাজে বাধা দিচ্ছে।এটা কোনভাবেই কাম্য করা যায় না।পরবর্তীতে সকলের সাথে কথা বলে পুর মহাশ্মশানে দেহ সৎকারের ব্যবস্থা করা হয়।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি