মালদাঃ- এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে । ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানা নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুপুর গ্রামে । স্থানীয়দের অনুমান খুন করে ফেলে দেওয়া হয়েছে এই ব্যক্তিকে । মৃত ব্যক্তির নাম আব্দুল বারেক । বরয় ৪৫ । স্থানীয়রা জানায় আর্থিক লেনদেনের জেরে পাওনাদাররা খুন করেছে আব্দুল বারেক কে। পরিবারের লোকেরা জানাই গত দুইদিন পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন কে কেন্দ্র করে বচসা হয় । গত দুই দিন ধরে নিখোঁজ ছিল আব্দুল বারেক । শনিবার সকালে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার হয় । আব্দুল বারিক পেশায় নলকূপ তৈরীর কাজ করতো ।
স্থানীয়রা জানান কেউবা কারা আর্থিক লেনদেনের খুন করেছে । ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ।
More Stories
জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ
শীতের আমেজে হঠাৎ ছন্দপতন
নভেম্বর শেষের পথে, এখনও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি