মুম্বইয়ে প্রথম ম্যাচে ইন্ডিয়ার হারের পর দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজে নিজাদেরকে টিকিয়ে রাখার লড়াই। তাই করেঙ্গে
ইয়া মরেঙ্গে। ঠিক এমন মনোভাব নিয়েই এদিন মাঠে নেমেছিল বিরাট বাহিনি। শুক্রবার রাজকোটে টপ থেকে মিডল
অর্ডার- প্রত্যেকেই নিজেদেরকে উজার করে দিলেন ওই ম্যাচে। মাত্র চারটে রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন
ধাওয়ান। আবার অন্যদিকে রোহিত ৪২ রান করে শচীন-সৌরভ ও শেহওয়াগের পর চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে সাত
হাজার রানের গণ্ডি পেরোলেন। তার ও ধাওয়ানের অনবদ্য ওপেনিং জুটি স্বস্তি দিল টিম ইন্ডিয়াকে। যদিও কোহলি চোখ
ধাঁধানো ইনিংসের পাশাপাশি এদিন চর্চায় উঠে এল জাম্পা-কোহলি দ্বন্দ্ব। আরও একবার কোহলিকে প্যাভিলিয়নের রাস্তা
দেখিয়ে রেকর্ড গড়লেন অজি স্পিনার। সব ফরম্যাটে মিলিয়ে এই নিয়ে মোট সাতবার কোহলির উইকেট তুলে নিয়ে
রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের একমাত্র বোলার যিনি কোহলিকে এতবার আউট করেছেন। শ্রেয়াস আর মণীশ পাণ্ডে ব্যর্থ
হলেও রাজকোট চেটেপুটে উপভোগ করল কেএল রাহুল শো। তাঁর চওড়া ব্যাটেই রানের পাহাড়ে পৌঁছে যায় ভারত।
অষ্ট্রেলিয়া ৩৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদেরকে মেলে ধরতে চেষ্টা করলেও শামির বলে ক্যাচ আউট হয়ে
ড্রেসিং রুমে ফিরে যান ওর্য়ারনার। অন্যদিকে কুলদীপ যাদব ৯৮ রানে স্মিথকে ফিরিয়ে দিয়ে ধাওয়ানের সেই আউটেরই
যেন বদলা নিয়ে নেন। অবশেষে ৩৬ রানে জয়ী হয় ভারত। অবশেষে এদিনের এই জয় ওয়াংখেড়ের হারের প্রতিশোধ
যেন সুদে-আলসে উসুল করে নিলেন বিরাট কোহলিরা।