
মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের সাধের বাংলো তৈরি। যে ম্যানশন কিনা বাজারদরে শাহরুখ খানের ‘মন্নত’, এমনকী মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও টেক্কা দেবে। বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার দাম নাকি ২৫০ কোটিরও বেশি।
রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে বেজায় ব্যস্ত। তারকাজুটির বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিংয়ে মন দিয়েছেন, সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে। আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছিলেন এযাবৎকাল। তবে সেই প্রাসাদোপম বাংলোর কাজ বর্তমানে শেষ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। খুব শিগগিরিই কোনও শুভ দিনক্ষণ দেখে জুনিয়র কাপুরদম্পতি গৃহপ্রবেশ করবেন বলেও জানা গেল।
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’