পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পশ্চিম সার্কেলের শিক্ষক শিক্ষিকাদের তরফে আজ মুখ্যমন্ত্রীর এমারজেন্সি ত্রাণ তহবিলে দেওয়ার জন্য ২.৮৭ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট গড়বেতা ২ নং ব্লকের বিডিও সোফিয়া খাতুনের হাতে তুলে দেওয়া হয়। চক্রের ২১৪ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ২০৯ জন একসাথে সাহায্য করেছেন রাজনীতির উর্ধ্বে উঠে ৪ জন আগেই আলাদা ভাবে দিয়েছেন, এছাড়াও পনের দিন ধরে একটি অন্নছত্র প্রায় ৩০০ জন মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিচ্ছে গড়বেতা পশ্চিম চক্রের টিচার্স কো অপারেটিভ থেকে বিগত ৪ ই মে ২০২০ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সোফিয়া খাতুন, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে,জেলা পরিষদের সদস্য ও শিক্ষক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি চন্দন সাহা ও জেলা শিক্ষক সংগঠনের তরফে তন্ময় সিংহ ও সৌমিত্র চোঙদার ও চক্রের শিক্ষক শিক্ষিকারা