December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মুখোমুখি জেরা, পার্থ ও অর্পিতা

তল্লাশি চলছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় বিভিন্ন ফ্ল্যাটে | ডায়মন্ড সিটি ফ্লাট থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস থেকে যে তথ্য উঠে এসেছে তা দিয়ে তৈরি হতে চাঞ্চল্য | এই তথ্যের ভিত্তিতে পার্থ ও অর্পিতা কে মুখোমুখি বসিয়ে জেরা হতে পারে বলে জানা গিয়েছে |

অন্যদিকে পন্ডিতীয় রোডের একটি বেনামী ফ্ল্যাটকে অর্পিতা মুখোপাধ্যায় বলে মনে করা হচ্ছে | মঙ্গলবার পণ্ডিতিয়া রোডের ফ্ল্যাটে তল্লাশির জন্য আসেন ইডি আধিকারিকরা এবং সেখানে টানা 9 ঘন্টা তল্লাশি চালান ইডি আধিকারিকেরা | আজ ইডি আধিকারিকের একটি টিম সোজা চলে যায় রবীন্দ্র সরোবর থানায় | সেখানে গিয়ে তল্লাশির জন্য একটি আবেদন করা হয় |