January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মুখে আস্ত হরিণ, তরতরিয়ে গাছে উঠে গেল চিতা

স্থলচর কোন প্রানী সবথেকে দ্রুতগামী? একবাক্যে উত্তর আসবে কে আবার চিতা বাঘ। আর এই বাঘ যে গাছেও উঠতে পাড়ে সে কথা আমাদের সবারই জানা। কিন্তু নিজের দেহের প্রায় দ্বিগুন ওজনের শিকার নিয়ে গাছে ওঠার মত অতি বিরল দৃশ্যের সাক্ষী খুব কম লোকই হয়েছেন। আর সম্প্রতি এরকমই ছবি দেখা গেল। আর এই ভিডিও স্যোশাল মিডিয়ায় এখন ভাইরাল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন দেড় লক্ষেরও বেশি নেটাগরিক।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিকার করা একটি হরিণকে মুখে করে নিয়ে গাচের তলায় এসে দাঁড়ালো চিতাবাঘটি। তার পর মৃত হরিণকে মাটিতে নামিয়ে দেখল গাছের দিকে। শিকার করা হরিণকে ফের মুখে নিয়ে সে সোজা উঠে গেল গাছে। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন,’ অবিশ্বাস্য ওঠা। আপনি জানেন, চিতাবাঘ তার নিজের তিন গুণ ওজনের শিকার নিয়ে চলাফেরা করতে পারে। শিকার নিয়ে গাছে উঠতে পারে।’ এরকম বিরল দৃশ্য সত্যিই অবিশ্বাস্য।