
বুধবার বিদ্যুৎ বিল মেটাবেন বলে মঙ্গলবার রাতে বিদ্যুৎ দপ্তরের দেওয়া বিলের সাথে লাইটের মিটার মিলিয়ে দেখার জন্য তার বাড়ির মিটার বক্সের কাছে গিয়েছিলেন জলপাইগুড়ি পলাতকা কলোনির বাসিন্দা আশু চক্রবর্তী।
মোবাইলের আলো জালতেই তিনি যেই দৃশ্য দেখেলেন তাতে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে লাগলো। দেখেন মিটার বক্সের পাশে ফনা উচিয়ে আছে একটি গোখরো সাপ।
সাথে সাথে তিনি চিতকার করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এরপর তিনি খবর দেন ওয়াইল্ড লিফ নামে এক পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে তারা ছুটে আসেন। এরপর গোখরো সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
আশু চক্রবর্তী বলেন সাপটি কি ভাবে মিটার বক্সের কাছে পৌঁছে গেলো তা বুঝতে পারলামনা। কপাল ভালো তাই আজ সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরলাম। একটু এদিক ওদিক হলে আমি মুখে ছোবল খেতাম। খুব জোড় বেচে গেলাম।
ওয়াইল্ড লিফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত বলেন এটি একটি স্পেকটিক্যাল কোবরা।আমরা এটিকে উদ্ধার করলাম। এই বাড়ির ১০০ মিটারের মধ্যে একে ছেড়ে দেওয়া হবে।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা