মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আজ অর্থাৎ রবিবার তার হাতে তুলে দেওয়া হল প্রেসিডেন্ট আব্দুল আল ফাট্টা সিসি |
প্রসঙ্গত শনিবার মিশরে পৌঁছালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | মোদিকে স্বাগত জানাতে শনিবার বিমানবন্দরে হাজির ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবাউলী | হোটেল স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা | সঙ্গে ছিলেন মিশরীয়রাও | মোদিকে স্বাগত জানানোর সময় এক মিশরীয় তরুণী গেয় ওঠে, “ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে” |
এরপর মিশরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি | ভারতের সঙ্গে একাধিক মউই সই করেন মিশরের প্রেসিডেন্ট | তারপরেই মোদির হাতে তুলে দেওয়া হয় সে দেশের সর্বোচ্চ সম্মান | “অর্ডার অফ দা নাইল” মেডেল পরিয়ে দেওয়া হয় মোদির গলায় |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি