
এবার অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে ‘মির্জা’ ছবিতে একেবারে নতুন অবতারে ঐন্দ্রিলা। কয়েক বছর ধরে টিভির পর্দা ছেড়ে বড়পর্দার কাজে মন দিয়েছেন ঐন্দ্রিলা সেন। এর মাঝে অবশ্য সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।
ইতিমধ্যেই ‘মির্জা’ ছবির ট্রেলারে তাক লাগিয়েছেন ঐন্দ্রিলা। তাঁর অ্যাকশন অবতার রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছে টলিউডের অন্যান্য নায়িকাদের। তবে এই অবতারে অভিনয় করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না ঐন্দ্রিলার কাছে। কারণ, শুধু অ্যাকশন নয়, মন্দারমণিতে শুঁটকি মাছের স্তুপে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা শট দিতে হয়েছিল অভিনেত্রীকে। ‘মির্জা’ ছবিতে ঐন্দ্রিলাকে দেখা যাবেমাছ বিক্রেতার চরিত্রে। চরিত্রের জন্য ঐন্দ্রিলা নিয়মিত মাছের বাজারে গিয়েছেন। কাছ থেকে দেখেছেন মাছ বিক্রেতাদের বডি ল্যাঙ্গুয়েজ। সেভাবেই অভিনয় করার চেষ্টা করেছেন তিনি।
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’