সালমান খান ও অরিজিৎ সিং এর দীর্ঘ ৯ বছরের বিবাদ এবার শেষ হচ্ছে | সাম্প্রতিক যে ভিডিও ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছলেন অরিজিৎ সিং | আর তাতেই মনে করা হচ্ছে দীর্ঘ ৯ বছরের বিবাদ এবার মিটতে চলেছে । অন্তত অনুরাগীদের মনে এমনটাই জল্পনা ।
প্রসঙ্গত, টাইগার 3 কে কেন্দ্র করেই কি মিটতে চলেছে বিবাদ? এমনটা প্রশ্ন অনুরাগীদের | এর পাশাপাশি রয়েছে আরও প্রশ্ন । করণ জোহরের সঙ্গে যে ছবিটা সালমান খান করতে চলেছেন তাতে কি অরিজিৎ সিং গান গাইবেন? এই সমস্ত নানা প্রশ্নের মাধ্যমে উঠে আসছে একাধিক জল্পনা ।
প্রসঙ্গত ২০১৪ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত | এরপর থেকেই একই মঞ্চে দেখা যায়নি দুই তারকাকে | সেখানে সেরা গায়কের পুরস্কারে নাম ঘোষণা হওয়ার পরও মঞ্চে আসতে কিছুটা দেরি করেন অরিজিৎ সিং | কারণ হিসেবে জানা গিয়েছে দর্শক আসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন | আর সেই থেকে শুরু বিবাদ |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান