
মা হতে চলেছেন বিপাশা বাসু | মা হওয়ার খবর তার পরিবার সূত্রে পাওয়া গিয়েছে | পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে |
২০১৫ সালে ‘এলান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করন সিং গ্রোভার | এরপর থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব | এরপর প্রেম | ঠিক এক বছর পর, ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং কারন সিং গ্রোভার | বিয়ের 6 বছর পর মা হতে চলেছেন বিপাশা | তাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে স্বামী করণে এর উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, “আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ | যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি” |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’