মা হতে চলেছেন বলিউড স্টার বিপাশা বসু | ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, “জীবনে একটা নতুন সময় আসতে চলেছে । নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে” |
প্রসঙ্গত মঙ্গলবার সকালে কারণকে সঙ্গে নিয়ে বিপাশা নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন | এরপরই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ার | তা থেকেই বোঝা যায় খুব শীঘ্রই পরিবারে নতুন সদস্য আসতে চলেছে | বিপাশা তার পোস্টে আরো লিখেছেন,” আমরা দুজনে জীবনটা শুরু করেছিলাম আলাদা আলাদা ভাবে | কিন্তু তারপর একদিন আমাদের দুজনের দেখা হয় । সেদিন থেকে দুজনেই পথ চলছিলাম | এর মাঝে খুব শীঘ্রই আমরা তিন হতে চলেছি” |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়