চলতি বছরের শেষের দিকে সন্তানের মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর | ইনস্টাগ্রম এ ছবি পোস্ট করে সুখবর দিলেন তিনি নিজেই | ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার স্পষ্ট বেবি পাম্প | ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “চার হাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমত | দুই হৃদয় জুড়ে থাকবে তুমি | তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার | তোমার আগমনের অপেক্ষায় রয়েছি” | এবার অনুরাগীদের নিজেই সুখবর জানালেন সনাম কাপুর |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’