
চলতি বছরের শেষের দিকে সন্তানের মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর | ইনস্টাগ্রম এ ছবি পোস্ট করে সুখবর দিলেন তিনি নিজেই | ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার স্পষ্ট বেবি পাম্প | ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “চার হাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমত | দুই হৃদয় জুড়ে থাকবে তুমি | তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার | তোমার আগমনের অপেক্ষায় রয়েছি” | এবার অনুরাগীদের নিজেই সুখবর জানালেন সনাম কাপুর |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’