June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মা হতে চলেছেন ক্যাটরিনা, গুঞ্জন নেট দুনিয়ায়

ক্যাটরিনা কাইফ নাকি দু মাসের অন্তঃসত্ত্বা | আর এই সময়টা নিভৃতে কাটানোর জন্যই ঘনঘন ঘুরে বেড়াচ্ছেন ভিকি ও ক্যাটরিনা |

তবে সম্প্রতি বলিউডের বেশ কিছু প্রযোজক নাকি ক্যাটরিনার কথাতেই শুটিংয়ের তারিখ পিছিয়ে দিচ্ছে | নতুন ছবির ক্ষেত্রে 2023 এর পর তারিখ দিচ্ছেন ক্যাটরিনা | এই খবর জানাজানি হতেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে | তবে এ বিষয় নিয়ে ক্যাটরিনাও ভিকি কৌশলের মুখপাত্র জানিয়েছেন, এই খবর একেবারেই ভ্রান্ত |