December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মা উড়ালপুল এ আগুন

মা উড়ালপুল এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় | সপ্তাহের শুরুতেই আচমকাই উড়ালপুলে জমে থাকা আবর্জনায় আগুন ধরে যায় | খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ | এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ফ্লাইওভার ব্যবহারকারীরা |

আগুন দেখে একের পর এক গাড়ি ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পড়ে | তার ফলে বেশ কিছুক্ষণ মা উড়ালপুল এ তীব্র যানজট তৈরি হয় | ব্যাহত হয় যান চলাচল পরিষেবা | এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা করে দেয় এলাকা | যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের | পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে | আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ এবং দমকল |