December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত এক

কলকাতা মা ফ্লাইওভার বড়সড় দুর্ঘটনা | উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু এক যুবকের | আহত হয়েছেন অন্যজন |

জানা গিয়েছে, আজ ভোর তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে | একটি বাইকে করে দুইজন যুবক উড়ালপুলের দিক থেকে এজেসি বোস রোডের দিকে যাওয়ার পথে হঠাৎই কারওয়ালে ধাক্কা লাগে বাইকটি | সেই সময় বাইক আরোহী উড়ালপুল থেকে ছিটকে পড়ে যান নিচে | এরপর তড়িঘড়ি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দুই যুবককে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যায় | সেখানে একজন যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | অন্যজনের চিকিৎসা চলছে |