বিশ্ব মহামারী করোনা ভাইরাসের হানায় গোটা দেশজুড়ে চলছে চতুর্থ দফায় লকডাউন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ধরনের শুটিং। এই সময় যেন বন্ধ রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার চতুর্থ দফায় লকডাউনের মধ্যেই বেশ কিছুটা বিধি-নিষেধ মেনে শুটিং করার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। আর সেই অনুমতি পাওয়ার পরেই সরকারি বিজ্ঞাপনের জন্য শুটিং করতে দেখা গেল অক্ষয় কুমারকে।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বল্প সংখ্যক কর্মী নিয়েই শুরু হয় শুটিংয়ের কাজ। লকডাউনের পড়ে সাধারণ মানুষকে কি কি দায়িত্ব পালন করতে হবে, তা নিয়ে একটি বিজ্ঞাপন তৈরির কাজ করেন অক্ষয় কুমার। এবং এই ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা গেছে আর বল্কিকেও।
মুখে মাস্ক এবং সাদা শার্ট ও ক্রিম কালারের প্যান্ট, গলায় লাল গামছা নিয়ে শুটিং করার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনের পরবর্তী পর্যায়ে কি কি মানতে হবে সেই নিয়ে কেন্দ্র সরকার জনস্বার্থমূলক একটি বিজ্ঞাপন বের করতে চলেছেন। পাশাপাশি শোনা যাচ্ছে, জুন মাসের শেষ থেকে বলিউডে শুরু হতে পারে শুটিং।