December 28, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

মালদা, চিকিৎসারত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেল থেকে কুঞ্জলাল মণ্ডল (৭০) নামে ওই রোগী নিখোঁজ হয়ে যান। জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোথাবাড়ি থানার রবিরামটোলা গ্রামের বাসিন্দা কুঞ্জলাল মণ্ডল। তার সঙ্গে ছিলেন ছেলে শ্যামল মণ্ডল। বাবার জন্য আনা ওষুধের অব্যবহৃত অংশ শনিবার বিকেল চারটে নাগাদ দোকানে ফেরত দিতে যান শ্যামল। তবে হাসপাতালে ফিরে এসে আর বাবাকে দেখতে পাননি তিনি। হাসপাতাল, বাস ও রেল স্টেশন-সব জায়গায় বাবার খোঁজ করেন তিনি। যদিও কোথাও খুঁজে পাওয়া যায়নি কুঞ্জবাবুকে। এরপর রবিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন শ্যামলবাবু। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।