
মালদা-করোনা পরীক্ষা শিবিরে এসে পরীক্ষা করা ব্যাপারে শহরবাসীকে অনুপ্রাণিত করে মাইকিংয়ে প্রচার শুরু করল বৃহস্পতিবার।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখা। গত বছর থেকে করোনা পরীক্ষা শিবির চলছে মালদা গ্রন্থাগার সংলগ্ন এলাকায়। মালদা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই করোনা পরীক্ষা শিবির শুরু হয়। সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখা। এবার থেকে রামকৃষ্ণ মিশন সংলগ্ন বাঁধরোড স্বামী বিবেকান্দ যুব আবাসে শিবির চলছে। এদিন শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করার পাশাপাশি সচেতনতার কাজ করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁরা একটি লিফলেটও বিলি করা হয়। তাতে একটি নম্বর দেওয়া হচ্ছে, করোনা নিয়ে কোনও সমস্যায় পড়লে সেই নম্বরে ফোন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা