মালদা-মুখ্যমন্ত্রীর সবুজ সাথী, কন্যাশ্রীর মতো স্বপ্নের প্রকল্প ‘চোখের আলো’। মুখ্যমন্ত্রী মানুষের স্বাস্থ্যের দিকেও সমান কর্মসূচি গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। চোখের সমস্যার ব্যাপারে ‘চোখের আলো’ প্রকল্পটি। চলতি বছরের ১১ জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার কর্মসূচি। এই প্রকল্পের ফলে বিনে পয়সায় রোগীরা চোখের চিকিৎসা করাতে পারছেন। পাশাপাশি চক্ষু পরীক্ষা কেন্দ্রেই প্রয়োজন হলে সেখানেই চশমা দিয়ে দেওয়া হচ্ছে। আবার জটিল পাওয়ার থাকলে ১০ দিন পরও চশমা দেওয়া হচ্ছে। অন্যদিকে ছানির সমস্যা থাকলে অস্ত্রোপচারের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার এই কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। ছিলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি। এদিন সুশান্ত রায় বলেন, ‘গ্রামীণ এলাকায় শিবির করে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসেই ৬টি শিবির করা হয়েছে। জানুয়ারি মাসে ৫৪টি শিবির করা হয়েছে। তারমধ্যে ৯৬৯৮ জনকে চশমা দেওয়া হয়েছে। ১৩৫১ জনের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে।’