করোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হৃত্বিক রোশন। করোনা মোকাবিলার গোড়ার দিকেই মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীদের হাতে N95 মাস্ক তুলে দিয়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশন। তবে সেখানেই থেমে থাকেনি। লকডাউন পরিস্থিতিতে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সেই জন্য প্রায় ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক রোশন।
এরপর এবার তাকে দেখা গেল পুলিশের পাশে দাঁড়াতে। এই সময় বাজারে প্রয়োজনের তুলনায় অভাব দেখা দিয়েছে স্যানিটাইজারের। ঠিক সেই সময় অতি প্রয়োজনীয় এই স্যানিটাইজার তুলে দেন পুলিশ কর্মীদের হাতে। মায়ানগরীর পুলিশের কাজে মুগ্ধ হয়ে তাদের কুর্নিশ জানাতেই অভিনেতার এই উদ্যোগ। তবে হৃত্বিক রোশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্তারাও।
এই সময় ডাক্তার ও নার্সদের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পুলিশকর্মীরাও। তাদের সুরক্ষার কথা ভেবেই পুলিশ কর্মীদের হাতে স্যানিটাইজার তুলে দেন হৃত্বিক রোশন।