
আজ মানিক ভট্টাচার্যকে ব্যাংকশাল আদালতে পেশ করে ইডি | ইডির আইনজীবির দাবি, তৃণমূল বিধায়ককে জেরা করে নতুন নতুন তথ্য উঠে আসছে | তাকে আরও ১৪ দিনের জেল হেফাজতে চায় তদন্তকারী সংস্থা । তবে মানিক ভট্টাচার্যকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির ঘটনায় মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের একাধিক ব্যাংক একাউন্টের হদিস মিলেছে | মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট একাউন্ট রয়েছে প্রাক্তন সভাপতি স্ত্রী এর | এছাড়াও মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া দুটি ফোল্ডারে নাম থাকা চার চাকরিপ্রার্থীদের মধ্যে নিয়োগ পেয়েছেন আড়াই হাজার জন | এমনটাই দাবি করেন ইডির আইনজীবী |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা