
মানহানের মামলায় এবার রাজ্যপালের বিরুদ্ধে | হ্যাঁ ঠিকই পড়ছেন | রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চার পাতার আইনি নোটিশ পাঠাচ্ছেন তৃণমূল পন্থী প্রাক্তন উপাচার্যরা |
অন্তরকালীন উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল, তা নিয়েই এই ঘটনা | জানা গিয়েছে, শিক্ষক দিবসের রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী | তিনি বলেন, “একজন রাজ্যপাল বসে আসেন এবং সব বদলে দিয়েছেন | হৃদয় বিদারক সব কাজ করছেন | বলেচ্ছি এসব করবেন না | টাকা দেবো আমরা আর মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদলে গেল | আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বদলে দিচ্ছেন”
তবে এর পরিপ্রেক্ষিতে চুপ থাকেন নি রাজ্যপাল | ভিডিও বার্তার বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেন | তিনি বলেন,” উপাচার্যদের কেউ কেউ ছাত্রীদের হেনস্তা করেছে | কেউ দুর্নীতি জড়িত কেউ রাজনীতির খেলা খেলছিল” | পাশাপাশি তিনি এও জানান, “বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে হিংসা মুক্ত দুর্নীতিমুক্ত পরিবেশ চাই” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়