
মানসিক অবসাদ কাটাতে শোনানো হচ্ছে রবীন্দ্র সংগীত। খুশি ভ্যাক্সিন গ্রাহকেরা।
কয়েকমাস ধরে জলপাইগুড়ি ফার্মেসি কলেজে চলছে করোনার টীকাকরণ। আর টীকা নেবার পর নিয়ম অনুযায়ী ত্রিশ মিনিট বিশ্রাম নিতে হচ্ছে মানুষদের।
আর এই টীকা নেবার পর অনেক মানুষ কিছু টা হলেও ভয় পান বা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ আবার মানসিক অবসাদে ভোগেন।
এই ভয়কে দুর করতে এবার অভিনব উদ্যোগ নিলো ফার্মেসী কলেজ ভ্যাক্সিন সেন্টারের কর্মীরা। তারা নিজেদের উদ্যোগে একটি ছোট মাপের সাউন্ড সিস্টেম এনে তা লাগিয়ে দিয়েছেন বিশ্রাম ঘরে। আর তাতে তারা হাল্কা আওয়াজে একের পর এক রবীন্দ্রসংগীত বাজাচ্ছেন।
সোমবার থেকে এই ব্যাবস্থা শুরু হবার পর দেখা গেলো টিকা নিয়ে একমনে রবীন্দ্রসংগীত শুনে মানুষজন সুন্দর ভাবে বিশ্রাম নিচ্ছেন। এতে তাদের মনের ভয় যেমন দুর হচ্ছে তেমনি আনন্দিত হয়ে বিশ্রাম নিচ্ছেন তারা।
স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন করোনার টীকা নিতে আসা মানুষজন।
এই ধরনের উদ্যোগ কেনো নেওয়া হোলো তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি স্বাস্থ্য কর্মীরা।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী