মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন রাজ্যের 42 টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে আটকাতে এই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। পাশাপাশি টুকলি রুখতে পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের জেরক্সের দোকানগুলিও নির্দিষ্ট সময় বন্ধ রাখা হয়। তবে গত বছরের তুলনায় এবছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কমে গিয়েছে। এবছরের মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮জন। ছাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন। ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯। গত বছর বার বার উঠে এসেছে প্রশ্নপএ ফাঁস হওয়ার ঘটনা। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই ইন্টারনেট বন্ধের সিধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি পরীক্ষার্থী বা শিক্ষক কেউই পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা স্মার্টওয়াচ নিয়ে যেতে পারবেন না।