
মাদক মামলায় ফাঁসানো হয়েছে আরিয়ানকে | সামনে এলো এক চাঞ্চল্যকর খবর | নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য |
মামলার তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন | 2021 সালের 2 অক্টোবার মুম্বাইয়ের বিলাসবহুল থানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ের | সেখান থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান খান কে | এরপর শুরু হয় মামলার তদন্ত | তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ করা হয় | টানা 26 দিন জেরে কাটিয়ে তারপর জামিন পান আরিয়ান |
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়