মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট! যান্ত্রিক ত্রুটির জেরে দিল্লিতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। উড়ানটিতে মোট ১৮২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিমানটি দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড়ানের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। অবশেষে দিল্লিতেই নিরাপদে জরুরি অবতরণ করে উড়ানটি। বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। যদিও ইন্ডিগোর তরফ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি