ফের মাঝপথে বিকল হয়ে পড়ল ইঞ্জিন। ঘটনা উত্তর দিনাজপুরের গাইসাল স্টেশনে। প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে পদাতিক এক্সপ্রেস। সূত্রের খবর, এদিন সকাল ৮ টা নাগাদ উত্তর দিনাজপুরের গাইসাল স্টেশনে আচমকাই দাঁড়িয়ে পড়ে এক্সপ্রেসটি। দীর্ঘক্ষনের চেষ্টার পরেও রেলের কর্মীরা ইঞ্জিন মেরামতের কাজে ব্যর্থ হয়। অবশেষে জলপাইগুড়ি থেকে অন্য ইঞ্জিন আনা হয় গাইসাল স্টেশনে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ বাড়তে শুরু করেছে যাত্রীদের মধ্যে। একে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেন সেইসঙ্গে প্রতি মুহূর্তে প্রকট হচ্ছে জলের সমস্যা। রেল সূত্রে খবর, নতুন ইঞ্জিনটি পৌঁছনোর পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।