অ্যাম্বুলেন্স থেকে মাঝপথে রোগী নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল কলকাতায়। হাসপাতাল থেকে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় নামে এক রোগীকে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবার পথে অ্যাম্বুলেন্সটি মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেয়। তবে প্রত্যক্ষদর্শীদের চাপে সেই রোগীকে অ্যাম্বুলেন্সের তুলে নিতে বাধ্য হয় চালক। সূত্রের খবর, কোমরের সমস্যা নিয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিদ্ধার্থ বাবু।
কিন্তু বর্তমানে ওই হাসপাতালেই মূলত করোনার চিকিৎসা হওয়ায় চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সেই পরামর্শ মতো এদিন রোগীর দাদা সিদ্ধার্থ বাবুকে নেতাজি নগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় এই ঘটনাটি ঘটে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রথমে অ্যাম্বুলেন্সকে বাধা দেয়। এরপর গোটা বিষয়টি নেতাজি নগর থানায় জানান প্রত্যক্ষদর্শীরা। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।