
সংবাদদাতা, জাল রেখেছিল মাছ ধরতে সেই জালে আটকা পড়লো ৯ ফুট লম্বা অজগর সাপ। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র ধুপঝোড়া ভাটিয়া পড়ায়।
জানাগেছে, শনিবার সাতসকালে মাছ ধরার আটকা পড়ে অজগর সাপ।খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে এলাকায় অজগর সাপ দেখতে। ।খবর দেওয়া হয় সংলগ্ন ধুপঝোরা বিট অফিসে।সেখান থেকে বনকর্মীরা এসে সাপটিকে জাল কেটে উদ্ধার করে বস্তাবন্দী করে নিয়ে যায়।জানা যায়,সাপটি লম্বায় প্রায় ৯ ফিট।সাপটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানায় বনকর্মীরা।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা