মা-ভাইকে খুন করে প্রেমিকের সঙ্গে ঘুরতে চলে গেল যুবতী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আহমেদপুর এলাকায়। সূত্রের খবর, বেঙ্গালুরুর আহমেদপুর এলাকায় ৫৪ বছর বয়সী মা ও ছোটভাইয়ের সঙ্গে থাকত বছর ৩০-এর ওই যুবতী অমৃতা। একটি তথ্য প্রযুক্তি কম্পানিতে কাজ করত সে। বেশ কিছু দিন ধরে শ্রীধর রাও বলে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পারার পরেই এই বিষয়ে আপত্তি জানান যুবতীটির মা ও তার ভাই। কয়েকদিন ধরেই এই বিষয়নিয়ে তাঁদের পরিবারে অশান্তি চলছিল। আর এরপরেই এই খুনের পরিকল্পনা। গত রবিবার সকালে ওই যুবতীর বাড়ির বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিল প্রেমিক। ৫৪ বছরের মাকে ছুরি দিয়ে খুনের পর ছোটভাইকেও সেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে প্রেমিকের সঙ্গে আন্দামান রওনা দেয় ওই যুবতী। এরপর ঘটনাটি স্থানীয়দের নজরে এলে রক্তাক্ত অবস্থায় যুবতীর ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন তারা। পরে যুবতীর ভাইকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকাশ্যে আসে ঘটনাটি।