বীরভূমের বোলপুরের এক চিকিৎসক ২০২০ তে পদ্ম পুরষ্কার পেতে চলেছেন। তাঁর নাম সুশোভন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বয়স ৮০ বছর। জানা গিয়েছে, বিশ্বভারতীর পাঠভবনের ছাত্র ছিলেন তিনি। পরে তিনি আরজিকর থেকে ডাক্তারি পড়েন। এরপর উচ্চশিক্ষার জন্য লন্ডনেও পাড়ি দেন তিনি। তবে তিনি হাসপাতালে রোগী দেখার পাশাপাশি নিজের বাড়িতে এক টাকার বিনিময়ে রোগী দেখা শুরু করেন। তার এই প্রচেস্টাকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রান্তিক এলাকা গিয়ে পিছিয়ে পড়া মানুষজনের নিঃস্বার্থ সেবা করে চলেছেন তিনি। স্থানীয় মানুষও এই সাফল্যের জন্য খুশি। ডাক্তার বলেছেন, জীবনে তিনি কেবল তাঁর মায়ের নিকট করা প্রতিশ্রুতিটি রেখেছেন। তাঁর প্রথম কর্মক্ষেত্র বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। ১৯৬৩ সাল থেকে আজও তিনি এই ভাবেই রোগী দেখে চলেছেন।