মাংস নিয়ে শুরু হয় বচসা।পরে সেই বচসা হাতাহাতির রূপ নেয়।এর পরেই দাদার হাতে খুন হতে হয় ভাইকে।আজ দুপুরে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ১১ নাম্বার লাইনের।ঘটনায় সমগ্র চা বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।কিলকোট চা বাগানের ১১ নাম্বার সেকশনে একসাথে থাকতো সুনীল ওঁরাও ও অনিল ওঁরাও।এদিন বাড়িতে মাংস নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়।হয় হাতাহাতি।উত্তেজিত হয়ে দাদা সুনীল ওঁরাও ধারালো অস্ত্র দিয়ে ভাই অনিল ওঁরাওকে খুন করে বলে অভিযোগ।ঘটনার পর অবশ্য পালিয়ে যায় দাদা।খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ।যদিও পরে পুলিশ অভিযুক্ত দাদা সুনীল কে গ্রেফতার করে।মেটেলি থানা সূত্রে জানা যায়,অভিযুক্ত দাদা কে গ্রেফতার করা হয়েছে।দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।ঘটনার তদন্ত চলছে।।।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী