মালদা:এ সমাজে মহিলারা যেন পিছিয়ে না থাকে ও মহিলাদের নিজেদের আত্মরক্ষা করার জন্য এগিয়ে এলো মালদা জেলা বিজেপি। এদিন দৈহিক ও মানষিক ভাবে সক্ষম করে গড়ে তুলতে এক ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল মালদা জেলা বিজেপি নেতৃত্ব।
দিন দিন রাজ্যে মহিলাদের ওপর বেড়ে চলেছে অত্যাচারের ঘটনা। আর সেই কারণে এবার মহিলাদের দৈহিকভাবে সক্ষম করতে এক ক্যারাটে প্রশিক্ষণ শিবির-এর আয়োজন করল জেলা বিজেপি। এদিনের শিবিরে মহিলা থেকে যুবতী-কিশোরী অনেকেই অংশ গ্রহণ করে। এই বিষয়ে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন মহিলাদের দৈহিকভাবে সক্ষম করতেই এই শিবিরটি তারা আয়োজন করেছেন। মহিলাদের নিজেদের আত্মরক্ষার জন্য কিভাবে মহিলারা নিজেদের আত্মরক্ষা করবে সেই পরিপ্রেক্ষিতে এ দিন মহিলাদের দৈহিকভাবে সক্ষম করতে শিবিরের আয়োজন করা হয় মালদা জেলা বিজেপি পক্ষ থেকে।