December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস, পিছিয়ে গেল আইপিএল

সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। ফলে হাজার পরিকল্পনা করেও করোনার জেরে পিছিয়ে গেল আইপিএল। যেভাবে এই ভাইরাসের প্রভাব প্রকোট হচ্ছে তাতে সর্তকতা অবলম্বন করেছে দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ইতিমধ্যে নির্দেশিকা জারি করে দেশের সমস্ত জাতীয় ক্রীড়া সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওরকম জমায়েত এড়িয়ে চলতে হবে। কারণ জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও এই নির্দেশিকার পর প্রথমে আইপিএল ফাঁকা গ্যালারিতে হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে আপত্তি তোলে মহারাষ্ট্র-দিল্লি-সহ একাধিক রাজ্য।

ফলে শেষমেশ ১৪ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিতেরই সিদ্ধান্ত নিল বিসিসিআই। এছাড়া এই মারন রোগের জেরে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ১৪ এপ্রিল পর্যন্ত এদেশে বিদেশি ক্রিকেটারদের ভিসা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অনেকটা সেই কারনেও ১৪ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিতেরই সিদ্ধান্ত নিল বিসিসিআই।

এদিন শুক্রবার মুম্বইতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি , সচিব জয় শাহ ও অন্যান্য বোর্ড কর্তারা বৈঠকে বসেন। শেষমেশ কেন্দ্রের নির্দেশিকা মেনেই আপাতত আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল লিগ। জানা গিয়েছে, সব যদি ঠিক থাকে তবে ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরু হবে।