
মালদা,২০ জুলাই : মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ।
মঙ্গলবার সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।
পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম সৌম্যজীৎ দত্ত(৩৮)।
বাড়ি রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। পেশায় তিনি ছিলেন একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরেনি।
মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গিয়ে মহানন্দা নদী থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।তবে কিভাবে ওই যুবকের মৃত্যু তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য