মশা তাড়ানোর ধুপ থেকে আগুনে পুড়ল বাড়ি। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের নরজপুর এলাকায়। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানাযায়, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধূপ ধরান বাড়ির গৃহকর্তী ফিরোজা বিবি। বাড়ি লাগোয়া চায়ের দোকান। বন্ধ করে রাস্তার দিকে উঠে বেড়াতেই ধুপ থেকে প্রথমে আগুন ধরে গরুর ঘরে। তারপরে সারা ঘরে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে নেভানোর কাজে লাগে। খবর দেওয়া হয় দমকল কে। দমকল এসে আগুন আয়ত্বে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয় নগদ তিন হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র। পুড়ে যায় খাদ্য সামগ্রীও। ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে আহত হন গৃহকর্তী ফিরোজা বিবি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৮ নং রায়পুর পঞ্চায়েত সদস্য মাইনুল ইসলাম। পুরো বাড়ি দেখে প্রধান কে জানান। ক্ষতিগ্রস্থদের প্রয়োজন মতো সাহায্য করার কথা বলেন।
এখন সরকারি সুবিধার আর্জি পরিবারের। সাহায্য মিললে আবার হয়তো সঠিকভাবে জীবনযাপন করতে পারবে ফিরোজা বিবি।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী